কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান আসমা (৪৫) ঢাকার রামপুরা এলাকার মো. শওকত করিমের স্ত্রী।
হোটেল সী-ক্রাউনের ম্যানেজার আল আমিন সাজ্জাদ জানান, শুক্রবার ২১ জনের একটি দল তাদের হোটেলে ওঠে। শনিবার বিকেলে ১০ জন হোটেল থেকে বের হয়ে সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে যান। এসময় ২ জন ঢেউয়ের স্রোতে দূরে চলে গেলে তাদেরকে স্থানীয় স্প্রীডবোট চালকরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে নুসরাত জাহান আসমা কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে সৈকতের কলাতলী পয়েন্টে কোন লাইফ গার্ড কর্মী ছিলনা বলেও তিনি জানান।
সাগরে গোসল করতে গিয়ে নারী পর্যটকের মৃত্যুর বিষয়টি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন