নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাড়ির কেয়ারটেকার, ডকইয়ার্ড শ্রমিক খুনের পর এবার এক বখাটের হাতে ফারুক (৫৫) নামের এক বৃদ্ধ কৃষক খুন হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে বন্দরে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
শনিবার বিকেলে উপজেলার বিবিজোড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফারুক বন্দর উপজেলা এলাকার মৃত আব্দুল মজিদ ক্বারীর ছেলে।
তবে ঘটনার পর থেকে বখাটে রাসেল (২৫) পলাতক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্দরের বিবিজোড়া এলাকার সড়কের পাশে বসে কয়েকজন বৃদ্ধ কৃষক লুডু খেলছিলেন। এ সময় বখাটে রাসেল এসে লুডু খেলতে চায়। তখন ফারুক রাসেলকে লুডু খেলতে দিতে চাননি। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে ফারুককে কিল-ঘুষি ও লাথি মারে। এ অবস্থায় ফারুক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন