গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, মোজাফ্ফর এইচ নান্নু, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শেখ জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এস এম দ্বীন ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন