ময়মনসিংহে তালেব আলী ম্যাটসে (মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং কোর্স) দুই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাংচুর করেছে। একই সাথে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হকের অপসারণ দাবি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় নগরীর আর.কে.মিশন রোড এলাকায় প্রতিষ্ঠিত ওই প্রতিষ্ঠানের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও আশপাশের লোকজন। তারা বলছেন, ঘটনার সময় প্রতিষ্ঠানের সিসি ক্যামেরাও বন্ধ ছিল।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ম্যাটসের তৃতীয় বর্ষের ছাত্র পার্থ, সজীব ও শাহাদাত প্রতিষ্ঠানের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হকের সহযোগিতায় প্রথম বর্ষের দু'ছাত্রীকে সন্ধ্যায় গণধর্ষণ করে। এর পর পরই এ নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অপসারণ দাবিতে অফিস ভাংচুর করে। পরে রাত ৮ টার দিকে প্রতিষ্ঠানটির আবাসিক সব ছাত্র-ছাত্রী হোস্টেল ছেড়ে চলে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হানিফ মো: ওয়ালিউল্লাহ জানান, আমরা শুনেছি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল হকের সহযোগিতায় দু'ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, আমরাও বিষয়টি শুনেছি। যাদের নাম শুনা যাচ্ছে তাদের আটক করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন