রংপুরের তারাগঞ্জ উপজেলায় নাতি জিয়ারুল ইসলামের (৩০) ঘুষিতে দাদা আবদুল খালেকের (৬০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হারিয়ালকুঠি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানায়, আবদুল খালেকের সঙ্গে জিয়ারুল ও আরেক নাতির ঝগড়া হয়। এর জেরে জিয়ারুল তার দাদাকে গালমন্দ করে, এবং এক পর্যায়ে ঘুষি মারে। এতে আবদুল খালেক ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর ইসলাম বলেন, খালেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জিয়ারুল পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন