টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকায় চুরি করতে বাধা দেওয়ায় হারানি রিনি (৭০) নামের বাড়ির মালিককে জোর করে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া।
টাঙ্গাইল পৌর এলাকার ১৭ নম্বর কাউন্সিলর সাজ্জাদ আহম্মেদ সবুজ জানান, দুই নারী চোর চুরির উদ্দেশ্যে হারানির রিনির বাড়িতে যান। হারানি চোর দলের সদস্যদের বাধা দিলে তারা জোর করে বিষ খাওয়ায়। এসময় এলাকাবাসী টের পেয়ে স্বপ্না বেগম নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, চুরি করতে বাধা দেওয়ায় ওষুধের সঙ্গে বিষ খাইয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব