সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ মোড়ে ট্রাক চাপায় সিহাব (৩২) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনা আরও ২জন আহত হয়েছে।
নিহত সিহাব সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ী মহল্লার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহর থেকে মুরগী বোঝাই একটি পিকআপে সিহাব বেলকুচি যাচ্ছিল। পিকআপটি সয়দাবাদ মোড়ে পৌছলে পিছন থেকে আরেকটি ট্রাক স্বজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে গেলে সিহাব ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-১০