সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে কলা গাছের ভেলাযোগে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল নয়টার দিকে উপজেলার দেলুয়া পুর্বপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস কুদ্দুস উপজেলার দেলুয়া পুর্বপাড়ার বাসিন্দা।
স্থানীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, দোকান থেকে বাজার নিয়ে কলাগাছের ভেলাযোগে কুদ্দুস বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভেলা চালনার লগির সাথে অবৈধ ও ঝুকিপূর্ণভাবে সংযোগ দেয়া বিদ্যুতের তারের স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বন্যার পানি থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব