বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ ২১টি মামলার আসামি আবু জাফর ওরফে খুনি আবুকে (৪০) আটক করেছে। শনিবার বিকেল ৫টায় খুলার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।
এদিকে আটকের পর পুলিশ আবুর স্বীকারোক্তি মতে শনিবার দিবাগত রাত ৩টায় তার নিজ বাড়িতে মাটি খুড়ে ১টি দেশীয় বন্দুক ও ১ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করেছে।
থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস বলেন, জামিরতলা গ্রামের সুলতান ওরফে ইউসুফ ডাকাতের ছেলে আবু জাফর মাদ্রাসা কর্মচারী হামিদ দরানী হত্যা মামলার প্রধান আসামি। এ ছড়াও জাফরের বিরুদ্ধে খুলনা সদর, ডুমুরিয়া ও মোরেলগঞ্জ থানায় হত্যা, গুলি করে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে।
সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি দক্ষিন জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ দরানীকে (৬৫) মাদ্রাসার সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আবুকে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে আটক করেন।
পুলিশ জানায়, আবু জাফর খুলনার এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন। খুলনায় থাকাকালে আবু জাফর বরিশালের আবু ওরফে খুনি আবু নামে পরিচিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-১৪