চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইন্দিপুর গ্রামে প্রাতঃভ্রমণ করতে গিয়ে ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় রহিমা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আইন্দিপুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের স্ত্রী।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মেহেদী রাসেল জানান, রবিবার সকালে রহিমা বেগমসহ গ্রামের কয়েক মহিলা প্রাতঃভ্রমণে বের হন। এসময় গ্রামের রাস্তায় একটি দ্রুতগামী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-১৫