য়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামে জিকে ক্যানাল থেকে তৌফিক আলী (২৯) নামের এক যুবকের মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা একটার দিকে লাশ উদ্ধার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মেহেদী রাসেল।
নিহত তৌফিক আলী কুষ্টিয়ার ইবি থানার বলরামপুর গ্রামের মৃত গগণ বিশ্বাসের ছেলে।
ওসি মেহেদী রাসেল বলেন, রবিবার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নালায় ভাসমান লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ১০/১২ আগে তাকে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব