বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উচ্চ আদালতে সাত বছরের কারাদণ্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদল এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
আজ সকালে শহরের কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পায়রা চত্বরের দিকে যাওয়ার সময় পোষ্ট অফিস মোড়ে আসা মাত্রই পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধায় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেই বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মিথ্যা মামলায় তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানান।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-১৯