নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলাহাজ্ব মামুনুর রশিদ কিরণের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলাব্যাপী সন্ত্রাসী ও জঙ্গীবাদ বিরোধ মানববন্ধন অনুষ্ঠিহ হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জের চৌরাস্তায় মানববন্ধনে অংশ গ্রহন করেন আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপি, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল মাস্টার, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী রাসেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান কামরুল হুদা মিন্টু সহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সাংবাদিক সংগঠন, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ