গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে চলমান জঙ্গি হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও গ্রিন ফোরামের আয়োজনে অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. আলী নূর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আকরাম হোসাইন মজুমদার, গ্রিন ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারন সম্পাদক প্রফেসর ড. ইকবাল হোসাইন।
এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর অলী উল্ল্যাহ, সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. নজিবুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. নূরুন নাহারসহ জিয়া পরিষদ ও গ্রীণ ফোরামের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকান্ড এড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা জাসাদ ছাত্রলীগ জঙ্গি বিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। সকাল ১১টার দিকে সভাপতি মোস্তফা ইবনে হকের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি র্যালি বের করে জাসদ ছাত্রলীগ। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মোস্তফা ইবনে হকসহ দলীয় নেতাকর্মীরা। এসময় বক্তারা প্রগতিশীল ছাত্রসংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ