নাটোরে হেরোইন বহনের দায়ে ফিরোজা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশের আদেশ দেওয়া হয়। রবিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ জুন শহরের বনবেলঘরিয়া বাসপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালায় ডিবি পুলিশের একটি দল। তল্লাশীকালে বাসযাত্রী রাজশাহীর রাজপাড়া এলাকার আমীর আলীর মেয়ে ও কাশিয়াবাড়ি এলাকার ওমর আলীর স্ত্রী ফিরোজা বেগমকে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ ব্যাপারে পরদিন নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে রবিবার রায় ঘোষণা করেন বিচারক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ