কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করে আগের কমিটিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। তবে এ নিয়ে তৃলণমূল নেতাকর্মীদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, গত বুধবার(২৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদল নেতা কামরুল হুদাকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। তিনদিন শেষ না হতেই শনিবার (৩০ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়- নবগঠিত আহবায়ক কমিটি বিলপ্ত করা হলো। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণের নেতৃত্বাধীন কমিটি সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ