হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা ও অনুমোদনহীন কক্ষ ব্যবহার করায় লক্ষ্মীপুরে দুটি প্রাইভেট হাসপাতাল থেকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ জুলাই) ১২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা ও নয়টি কক্ষ সিলগালা এবং নিউ মডেল (প্রা:) হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি কক্ষ সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার বসাক ।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ও অনুমোদনহীন কক্ষ ব্যবহার করায় এ দুই হাসপাতালের কাছ থেকে জরিমানা আদায় ও ১০টি কক্ষে সিলগালা করা হয়েছে। মানুষ সুস্থ ও সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে ভালো থাকুক তা আমরা চাই। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ