ঝিনাইদহ শহরের হামহদ ঘোষপাড়া এলাকায় রবিবার বিকালে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত নারী বুদ্ধিপ্রতিবন্ধী বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ঝিনাইদহ-যশোর সড়কের হামদহ ঘোষপাড়া নামক স্থানে অজ্ঞাত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ