কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী আর আর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. সুজন (১৩) রবিবার বিকাল ৫টার দিকে বজ্রপাতে নিহত হয়েছে। সুজন উপজেলার জয়কামতা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সে বিকেল ৫টার দিকে মাঠে খেলতে গেলে বজ্রপাতে নিহত হয়।
সুজনের মৃত্যু সংবাদ পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নাহার নাজিম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান। তিনি নিহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ