বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গী সন্তান লালন-পালনের চেয়ে একটি গাছ রোপন করে তালালন করা অনেক ভাল কাজ। তিনি বলেন, কোথায় আছে ইসলাম ধর্মে মানুষ হত্যার কথা? মহানবী (সা.) মমতা দিয়ে প্রেম দিয়ে দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে বিপথগামী কিছু তরুণকে বিভ্রান্ত করে জঙ্গি তৈরি করা হয়েছে।
রবিবার সন্ধ্যার আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে ফলদ-বনজ বৃক্ষরোপন অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জঙ্গি উত্থানের জন্য জামায়াতকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেন, ৭১’র ঘাতকদের বিচার বন্ধ করার জন্য। জঙ্গির সাথে জামায়াত নেতাদের বংশধর জড়িত। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে জঙ্গি দমন করছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী ফলদ-বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী। ৭ দিনব্যাপী আয়োজিত বৃক্ষমেলায় মোট ৪১টি স্টলে বিভিন্ন ফলদ ও বনজ গাছের প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৩১ জুলাই, ২০১৬/ আফরোজ