খাগড়াছড়িতে চেক প্রতরণা মামলার পলাতক আসামি ঠিকাদার তাজুল ইসলামকে (৬০) রবিবার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বিভিন্ন জনের কাছ থেকে ব্যবসার নামে চেক দিয়ে প্রতারণা করে তাজুল। খাগড়াছড়ি থানার নবাগত ওসি তারেক মো. হান্নানের নেতৃত্বে এসআই মাসুদ, এসআই জাহেদুলসহ পুলিশের একটি দল রবিবার বিকেলে শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাতক আসামি তাজুলকে গ্রেফতার করে।
পুলিশের এসআই মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , প্রতারণা মামলায় তাজুলের দেড় বছরের সাজা হয়েছে। এতদিন সে পলাতক ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ