কুমিল্লায় বিদেশি রিভলবার ও গুলিসহ জোড়া খুনের পলাতক আসামি নিজাম উদ্দিন নিজুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিজাম ২০০৫ সালে চম্পকনগর এলাকার সাগর ও খোকন হত্যার অন্যতম আসামি ছিল। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল চম্পকনগর এলাকায় নিজামের আস্তানায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ