শেরপুরে বন্যার পানিতে ঘর ধসে পড়ে আব্দুল মমিন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ জুলাই) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে। শিশু মমিন ওই গ্রামের মো. হাতেম আলীর ছেলে।
চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন যাবত বেপারীপাড়া এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে হাতিম আলীর বসতঘরটিও ভাঙনের কবলে পড়ে। এ সময় ঘরে থাকা ছোট শিশু মমিন বন্যার পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ