সাতক্ষীরায় অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মাছ ভর্তি ১৩টি ট্রাক জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাত ১০টার দিকে ভোমরা বিওপির বাঁশকল চেকপোষ্ট এলাকায় ট্রাক ভর্তি এসব মাছ জব্দ করা হয়।
বিজিবি ৩৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ১৩টি ট্রাকসহ ৬৫০ কেজি বোয়াল মাছ ও ৪৭ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রাকসহ মাছের মূল্য ৭ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার পাঁচশত টাকা।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০১