ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ৭ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
সরাইল বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিক জানান, সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০৩