ছিটমহল বিনিময়ের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে দিবসটি পালন করেছে লালমনিরহাটের সাবেক ছিটমহলবাসীরা।
রাতে উপজেলার ভিতরকুঠি ছিটমহলের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী ফেরদৌসী বেগম বিউটি, ভিতরকুঠি বিলুপ্ত ছিটমহলের সভাপতি হারুন অর রশিদসহ বিলুপ্ত ছিটমহলের নাগরিকগণ।
এদিকে, প্রথম বর্ষপূর্তিকে স্মরণীয় করতে রাখতে শিশুদের আনন্দ মিছিল, বাড়িতে বাড়িতে বিশেষ খাবারের ব্যবস্থা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে মন্দিরে প্রার্থনা, গ্রামীণ বিভিন্ন ধারনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা, নাচ, পালাগান, জারিগান, সভা সমাবেশসহ ছিটমহলের প্রতিটি বাড়িতে রাতভর মোমবাতি প্রজ্বলনসহ দু'দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাবেক ছিটমহলবাসীরা।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব