বাংলাদেশের নাগরিক হয়ে এক বছর পূর্ণ করলো পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের নাগরিকরা। ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি মিলেছিল গত বছর ৩১ জুলাই। সেদিন মধ্যরাতে আনন্দে ভাসতে থাকে ছিটমলের নাগরিকরা। তাই দিনটাকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন তারা।
রবিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে নতুন জীবনের এক বছর পূর্তিকে স্মরণ করেন তারা। এ উদ্দেশ্যে রাত ১২টা বাজার আগেই মফিজার রহমান কলেজের মাঠে জড়ো হতে থাকে বিলুপ্ত গারাতী ছিটমহলের জনগণ। ঘড়ির কাটায় তখন ১২ টা ০১ মিনিট। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ছিটমহল উন্নয়ন সমন্বয় কমিটির পঞ্চগড় নীলফামারী জেলার সমন্বয়ক মফিজার রহমানসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মাধ্যমে দিনটিকে উদযাপন করেন।
এছাড়া আনন্দ মিছিল, প্রার্থনাসহ নানা আয়োজনে দিনটাকে ছিটমহল বিনিময়ের প্রথম বর্ষপূর্তি পালন করছেন পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহরের বাসিন্দারা।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব