মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। সোমবার সকাল ৬টা থেকে কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। সুতা তৈরির কাজ বন্ধ করে ধর্মঘট পালন করায় মিলটি কার্যত অচল হয়ে পড়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দৈনিক ১২০ টাকা মজুরি দেওয়া হয়। এ নিয়ে গত এক বছর ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকার দাবি জানিয়ে আসছিলেন কারখানার ৩ শতাধিক শ্রমিক। কিন্তু তাদের কথায় কর্ণপাত করছে না কারখানা কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে তারা সুতা তৈরির কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেছে।
এদিকে, সকালে সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ আন্দোলনরত শ্রমিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে ঊধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তাতে কর্ণপাত না করে আন্দোলন চালাতে থাকে।
এ ব্যাপারে ব্যবস্থাপক আবু হানিফ জানান, কারখানাটি চলছে সার্ভিস চার্জ ভিত্তিতে। বিভিন্ন কারখানা থেকে মজুরি বৃদ্ধির দাবি উঠছে। আমি বিষয়টি ঊধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে সিদ্ধান্ত আসলে বেতন বৃদ্ধি করা হবে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব