সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের দক্ষিণ পাশে যমুনায় ভাসমান অবস্থায় লাশ তিনটি পাওয়া যায় বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস।
তিনি বলেন, যমুনা নদীতে দুটি বস্তা ভেসে থাকতে দেখে সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল পৌঁছে নদীতে ভাসমান থাকা বস্তা খুলে দুই নারী ও এক শিশুর লাশ পাওয়া যায়। অজ্ঞাত দুই নারীর বয়স আনুমানিক ৩০ ও ৩৫ এবং নারী শিশুটির বয়স ৫ বছর। লাশের গলায় দড়ি পেঁচানো ছিল। তাদের নাক-মুখ উপজাতিদের মত দেখতে।
ধারণা করা হচ্ছে, হত্যার পর তাদেরকে বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব