নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নিহতের শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, ডাঙ্গাপাড়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৮) তার ছয় বছরের ছেলে সাইফুল্লাহকে নিয়ে রাতে ঘরে ঘুমিয়েছিলেন। স্বামী আজহারুল ইসলাম রাতে বাড়িতে ছিলেন না। সকালে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা এসে দেখতে পায় খালেদা বেগমের গলা কাটা মরদেহ বিছানার উপর পড়ে আছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ ব্যাপারে এখন কেউ থানায় মামলা দায়ের করেনি।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-১৩