বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। সোমবার বেলা ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হল থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে। এরপর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন।
বিক্ষোভ মিছিল-সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, বিএনপি নেতা এ বি সিদ্দিক মিতুল, শামীম হোসেন, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, রেজাউল ইসরাম, ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, যুবদল নেতা মতিউল ইসলাম মতিন, রেজওয়ান বিশ্বাস তরুন, কাইয়ুম মোল্যা, মোঃ ইউসুফ, আরিফুজ্জামান অপু, আশরাফুল ইসলাম বুলেট, কে এম জাফরসহ ফরিদপুর জেলা যুবদল-ছাত্রলের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-১৪