ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শিবগঞ্জ ডিগ্রী কলেজের সামনের সড়কে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষ সেয়দ মুহাম্মদ আলী, উপধ্যাক্ষ আশরাফুল হক, প্রভাষক ফজলে এলাহী, ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা বলেন, কোথাও জঙ্গি বাদের ঠাঁই নাই। প্রত্যেককে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এছাড়া জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-১৬