চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্ত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজা, প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম, প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, প্রফেসর দাউদ আলী, মোঃ জিয়াউল হক, মোঃ নূরুল হক, আব্দুল হাসনাত প্রমুখ।
বক্তাগণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সাধারণ মানুষকে সাথে নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে শহরের বড় ইন্দারা মোড়ে নবাবগঞ্জ আলিয়া (কামিল) মাদ্রাসা ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুরূপ কর্মসূচি পালন করেন। এছাড়া বেলা ১১টায় নাচোল খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয় ও নেজামপুর আলিম মাদ্রাসার উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-১৯