বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে একটি অত্যাধুনিক পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ মাহাবুুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার চৌমাথা এলাকায় স্থাপিত পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক মাহাবুল চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের জায়েদুর রহমানের ছেলে।
কোতোয়ালী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, অস্ত্র আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাতেম আলী কলেজ চৌমাথায় চেকপোস্ট স্থাপন করে। মাহাবুল সেখানে আসা মাত্রই তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুল পুলিশকে জানায়, একটি সংঘবদ্ধ ডাকাত দলের কাছে বিক্রি করার জন্য অস্ত্র, ম্যাগজিন ও গুলি নিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে বরিশাল নগরীতে আসে মাহাবুল। তিনি পেশাদার অস্ত্র বিক্রেতা বলে পুলিশের কাছে স্বীকার করেছে। বরিশালের ওই ডাকাত চক্রকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে বলে ওসি আওলাদ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব