ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মাসপূর্তিতে বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতার লক্ষে শিক্ষার্থী ও জনগনের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষে সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করে।
আজ সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরাসহ জেলার সাতটি উপজেলায় একযোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এদিকে পাটকেলঘাটা থানার মহাসড়কের ৩০ মাইল হতে ১৮ মাইল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারিসহ হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল হক, কৃষকলীগের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, পাটকেলঘাটা আর্দশ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, আমিরুনেচ্ছা স্কুলের প্রধান শিক্ষক বাবলুর রহমান, খলিষখালি ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর রহমানসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তরা সকলকে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ