সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে স্বাস্থ্য বিভাগ ও মাগুরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা-ঝিনাইদহ সড়কের জেলা পরিষদের সমনে মাগুরা আদর্শ কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা বিদ্যালয়, সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগ, শুভেচ্ছা স্কুল, এমআর রোড়ে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারী বালিকা বিদ্যালয়, এজি একাডেমি, দুধমল্লিক বালিকা বিদ্যালয়, পারনান্দুয়ালী হাইওয়ে সড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাগুরা শাখা, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় মানববন্ধনের আয়োজন করে।
এসব মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, উপাধ্যক্ষ কাবিয়ার রহমান, অধ্যাপক হাামিদা হামিদ, সরকারী কলেজের সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিজন সরকার, অধ্যাপক মোল্লা সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো:রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-২১