গুলশাল ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি থেকে নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে জঙ্গি বিরোধী র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের কর্মকর্তা রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্ল্যাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সহায়ক কর্মচারি সমিতির সভাপতি উকিল উদ্দিন, সাধারণ কর্মচারি সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
প্রধান অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ''আসুন আমরা সকলে মিলে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই। সকল প্রকার জঙ্গি তৎপরতা প্রতিহত করে দেশের অগ্রগতিতে সরকারের সাথে আমরাও কাজ করে যাই। ধর্মের নামে যারা এসব জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা দেশ ও জনগনের শত্রু। আমরা তাদের এই অপব্যাখ্যা থেকে সব সময় সচেতন থাকব।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ