সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে কোনপ্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে হবে। যদি কোন জঙ্গি-সন্ত্রাসী কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে তবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ