সম্প্রতি দেশে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আহ্বানে আজ সকাল দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মোড় থেকে বিশ মাইল পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং জাবি স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য তার বক্তব্যে বলেন, ''লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব তা কোনো অশুভ শক্তি নস্যাৎ করে দিতে পারবে না। যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই জঙ্গি হিসেবে আবির্ভূত হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।''
যারা ধর্মের নামে জাতিকে বিভ্রান্ত করে তাদেরকে দেশ ও জাতির শত্রু আখ্যায়িত করে তিনি বলেন, ''আমরা জানি ইসলাম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন করে না। বাঙালি বীরের জাতি। বীরের জাতিকে ভয়-ভীতি দেখিয়ে থামিয়ে রাখা যাবে না। সময়টা অস্থিরতার মধ্য দিয়ে চললেও আমরা আতঙ্কিত নই। সুখী সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যমাত্রা পূরণে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ