প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 'জঙ্গি হঠাও দেশ বাঁচাও, সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই' শ্লোগানে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে ৬টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-২২