কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে সোমবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম সরকারি কলেজ, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খুরশীদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দিন, আরএমও মনিরুল ইসলাম চৌধুরী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের ভূঁইয়া, মীর জাকির হোসেন, হাসপাতালের ডা. ফারুক আহমেদ, সাইফুল ইসলাম রানা, বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন, কাজী আবু তাহের মাসুম, নুরুল আমিন প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জঙ্গিবাদ রুখে দেয়ার শপথ নেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ