নেত্রকোনার মোহনগঞ্জে সেমাবর সকালে ট্রেনে কাটা পড়ে বাদল কুমার তালুকদার (৩৭) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নিহতের বাড়ি একই উপজেলার চকিয়াচাপুর গ্রামে।
স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ ষ্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, সোমবার সকাল ৯ টা ৫০ মিনিটে লোকাল ১৬১ আপ ট্রেনটি মোহনগঞ্জ ষ্টেশন থেকে ময়মনসিংহের উদ্যেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে কাজিরহাটি এলাকায় এমপি মোমেন সাহেবের বাড়ির সামনে ঐ ব্যাক্তি ট্রেনের নীচে কাটা পড়েন। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন