পূর্ব বিরোধের জের ধরে ককটেল বিস্ফোরণে এক যুবকের ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার রাত ১২টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া জোরগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে মাদক ব্যবসা নয় প্রেম ঘটিত বিরোধের জের নিয়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া জোরগাড়ি গ্রামের ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার ছত্রছায়ায় স্থানীয় কিছু যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। রবিবার রাতে মাদক ব্যবসা নিয়ে একই গ্রামের সোলায়মান আলীর ছেলে ফারুক হোসেনের (২৫) সাথে জাহাঙ্গীর হোসেনের (২৭) বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে ফারুক হোসেন ককটেল ছোঁড়ার জন্য হাতে নিলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কব্জি থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেলেও কাউকে আটক করতে পারেনি।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত ফারুককে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন