ময়মনসিংহে তালেব আলী ম্যাটসে (মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং কোর্স) দুই ছাত্রীকে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুল হকসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার রাতে নারী নির্যাতন দমন আইনে নির্যাতিত এক ছাত্রী মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন তৃতীয় বর্ষের ছাত্র পার্থ, সজীব, শাহাদাত ও দ্বীন মোহাম্মদ।
কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ৩ নং ফাঁড়ির এসআই হাবিবুর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ওই চার শিক্ষার্থী দুই নারী শিক্ষার্থীকে আপত্তিকর প্রস্তাব দেয়। এতে সাড়া না দেয়ায় তাদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এ সময় তাদের চিৎকারে প্রতিষ্ঠানের বাবুর্চি এগিয়ে এলে তাকেও ভয়ভীতি দেখায় অভিযুক্তরা।
নির্যাতিতরা বলছেন, প্রতিষ্ঠানের হোস্টেলে না থাকার কারণেই আজ আমাদের এমন নির্যাতন সহ্য করতে হয়েছে। মূলত চেয়ারম্যানের নির্দেশেই ওই চার শিক্ষার্থী চেয়ারম্যানের কক্ষে নিয়ে আমাদের লাঞ্চিত করে।
গত শনিবার শনিবার সন্ধ্যায় নগরীর আর.কে.মিশন রোড এলাকায় প্রতিষ্ঠিত ওই প্রতিষ্ঠানের একটি কক্ষে দুই ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠে ওই প্রতিষ্ঠানেরই চার শিকক্ষার্থীর বিরুদ্ধে। পরে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভাংচুর চালায় প্রতিষ্ঠানে।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন