নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) খোন্দকার মো: আজাদুল ইসলাম জানান, সোমবার দুপুরে কেরিং চরের হাসিনা বাজারের পূর্বপাশে মেঘনা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-১টি থ্রিনট থ্রি রাইফেল, ৮টি একনলা বন্দক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ৪টি বগি দা, ২টি চোরা, পাইপগানের কার্তুত ৬০টি ও রাইফেলের গুলি ৮০টি।
আইসি খোন্দকার মো: আজাদুল ইসলাম জানান, মেঘনার নদীর ভাঙ্গন কবলিত এলাকায় কেরিং চরের হাসিনা বাজার এলাকার লোকজন মাটির নিছে বস্তার মধ্যে অস্ত্র দেখে পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপর পুলিশ মাটি খুড়ে বস্তাটি তুলে অস্ত্রগুলেঅ উদ্ধার করে।
এ ব্যপারে জেলা পুলিশ সুপার (এসপি) মো: ইলিয়াছ শরীফ পিপিএম জানান, কোন সন্ত্রাসী বাহিনী অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। এর সাথে জড়িতদেরকে খুজে বের করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যপারে হাতিয়া থানায় মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন