ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যার পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ছমির বেপারী ডাংগী গ্রামে সোমবার দুপুরে বন্যার পানিতে ডুবে তাইম নামের দুই বছরের এক শিশু মারা যায়। তাইম ওই গ্রামের ফরহাদ ফকিরের পুত্র।
স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় দুই বছরের শিশু বন্যার পানিতে পড়ে তীব্র স্রোতে ডুবে যায়। পরে স্থানীয়রা আধঘন্টা পর মৃত অবস্থায় তাইমকে উদ্ধার করে। শিশু মৃত্যুর খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
পরে তিনি শিশুটির পিতার হাতে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এদিকে, গত রবিবার বিকেলে চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর পূর্ব গ্রামের মৃত সাদি বেপারীর পুত্র মুদি দোকানী আলী বেপারী বন্যার পানিতে ডুবে মারা যান। বাড়ি থেকে দোকানে যাবার পথে ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যান তিনি। এ ঘটনায় উপজেলা প্রশাসনের তরফ থেকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ