সারাদেশের ন্যায় জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে লামা উপজেলার ২১টি মাধ্যমিক ও দু'টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণির কর্মকর্তা ও স্থানীয়রা। ১ আগষ্ট সোমবার বেলা ১১টায় প্রত্যেকটি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, জঙ্গি হামলার বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন করেছে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, চাম্বি উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, ফাইতং উচ্চ বিদ্যালয়, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। হাজার হাজার শিক্ষার্থীদের সাথে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
লামা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি দেশে জঙ্গি তৎপরতা বন্ধে সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণই পারে এ জঙ্গি তৎপরতাকে রুখে দিতে। এ সময় বক্তারা পুরো বাংলাদেশের সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ