সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গোপালগঞ্জে গ্রাম থেকে শহর সব এলাকায় এক যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সড়ক-মহাসড়কে ঘন্টাব্যাপী দা৭ড়িয়ে থেকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়, রাবেয়া স্কুল এ্যান্ড কলেজ, লাল মিয়া সিটি কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, সরকারী বিণাপানি উচ্চ বালিকা বিদ্যালয়, এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, সরকারী বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এসময় মানববন্ধনকারীরা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান ও প্লাকার্ড বহন করে। মানবন্ধন চলাকালে বক্তারা শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন