বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান টিটুকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। জবাবে এমপি বসে থাকা মঞ্চ ভাঙচুর ও জুয়েল নামে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করে অপরপক্ষ।
সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এ সময় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার সময় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও'র নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এসআই একরামুলসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
জানা গেছে, ছাত্রলীগের উপজেলা ও পৌর কমিটির পদ ভাগাভাগি নিয়ে এমপি সমর্থিত গ্রুপ ও ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ গ্রুপের মধ্যে অনেকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এদিন এমপি সমর্থিত নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি টিটুকে মারপিট করে। এর জের ধরে বদিউজ্জামান সোহাগ সমর্থিত গ্রুপ জুয়েল নামে একজনকে পিটিয়ে জখম করে।
সোহাগ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা এমপি মোজাম্মেল হোসেন বসে থাকা অবস্থায় মঞ্চে ব্যাপক ভাঙচুর চালায়। তারা মঞ্চের চেয়ার, টেবিল, ফ্যান ভাঙচুর করে। পরে আহত জুয়েলকে হাসপাতালে নেওয়ার পথে আবারও তাকে মারপিট করে প্রতিপক্ষ ছাত্রলীগের কর্মীরা। ওই সময় পরিস্থিতি সামাল দিতে এমপির দেহরক্ষী মো. জাহিদ পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাকা গুলি ছোড়েন।
এ ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপে আবারও বড় ধরণের সংঘর্ষের আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ