৩৯ বছর অপরাজিত থেকে দায়িত্ব ছাড়লেন ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউপি চেয়ারম্যান তৈয়ব আহমেদ। বার্ধক্য জনিত কারণে গত ৭ মে ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দিতা থেকে সরে আসেন।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে বর্তমান চেয়ারম্যান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহীম খলিলকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, ১৯৭৭ থেকে ২০১৬ একাধারে ৮বার ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন তৈয়ব আহমেদ। অনেক প্রভাবশালী-ক্ষমতাসীন প্রার্থীও তার জনসমর্থনের কাছে হার মেনেছেন। এই দীর্ঘ ৩৯ বছরেও তার জনসমর্থন একটুও কমেনি।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন